যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে বিএনপি নেতাদের ট্রাম্পের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে যে সংবাদ প্রচার হয়েছে তা বিভ্রান্তিমূলক বলে দাবি করে দুঃখ প্রকাশ করেছে বিএনপি।
দলটির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যদি কোন ব্যক্তি, মিডিয়া সূত্রে প্রকাশিত সংবাদের বিভ্রান্তির কারণ সৃষ্টি করে থাকে তবে আমরা আন্তরিকভাবে দুঃখিত।
এতে বলা হয়, এই অনুষ্ঠানটি মার্কিন সরকার আয়োজন করে না। ১৯৫৩ সাল থেকে জাতীয় প্রার্থনা প্রাতঃরাশ অনুষ্ঠিত হয়ে আসছে। অনুষ্ঠানের সহ-সভাপতি, কংগ্রেস সদস্য বেন ক্লাইন (রিপাবলিকান) এবং কংগ্রেস সদস্য থমাস আর সুজি (ডেমোক্রেট) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিকভাবে এই আমন্ত্রণ জানিয়েছেন বলে দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে।
এনইউ/জই