সারা দেশে চলমান নতুন ভূমি জরিপ (বাংলাদেশ ডিজিটাল সার্ভে)সম্পর্কে সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রচার হওয়া তথ্যটি সম্পূর্ণ গুজব বলে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভূমি মন্ত্রণালয়।
বুধবার(২৭ ডিসেম্বর) ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ আবদুল্লাহ আল নাহিয়ান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ❝৩৩৬ কোটি টাকা ব্যয়ের পর বাতিল হচ্ছে ডিজিটাল ভূমি জরিপ প্রকল্প❞ মর্মে ভুয়া খবর/গুজব বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে যা সম্পূর্ণ ভিত্তিহীন। এ ধরণের গুজব জনমনে বিরূপ প্রভাব ও বিভ্রান্তি সৃষ্টি করছে যা মোটেই কাম্য নয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,সিডিপি প্রকল্পে ৩৩৬ কোটি টাকা ব্যয় করা হয়েছে বলে গুজবে দাবী করা হলেও প্রকৃতপক্ষে প্রকল্পে গাড়ি, অফিস সরঞ্জাম, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এবং প্রশিক্ষণে এ পর্যন্ত ব্যয় হয়েছে ৩ কোটি ৬৯ লক্ষ টাকা। দেখা যায় প্রকল্পের মোট ১ হাজার ২১২ কোটি ৫৫ লক্ষ টাকার বিপরীতে ৩ কোটি ৫৯ লক্ষ টাকা, অর্থাৎ ০.৩০ শতাংশ আর্থিক ব্যয় করে প্রকল্পের ভৌত অগ্রগতি হয়েছে ০.২৮ শতাংশ।
বাংলাদেশ ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম বর্তমানে পুরোদমে চলমান। নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও চট্টগ্রামে এই প্রকল্পের মাধ্যমে মাঠ পর্যায়ে বিডিএস কার্যক্রম চলছে।