অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
শনিবার তিনি এ সাক্ষাৎ করেন। এসময় চবি উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, চবি উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. তোফায়েল আহমেদ, চাকসুর সাবেক ভিপি এস এম ফজলুল হক উপস্থিত ছিলেন।
চবি উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, প্রধান উপদেষ্টাকে আমরা দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত তিন মাসের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেছি। স্যার খুবই সন্তোষ প্রকাশ করেছেন। ভবিষ্যতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় করা ও উচ্চশিক্ষায় অন্যান্য অবদান রাখার জন্য তিনি আমাদেরকে দিকনির্দেশনা দিয়েছেন।
এ সাক্ষাতে সহযোগিতা করার জন্য উপ- উপাচার্য সরকারের মুখ্য সচিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এম. সিরাজ উদ্দিন মিয়ার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এনইউ/জই