হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ প্রবাসীকে শারীরিকভাবে নির্যাতন ও আহত এক ব্যক্তিকে উল্টো জরিমানার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)।
সংগঠনটির চেয়ারপার্সন এডভোকেট এলিনা খান ও মহাসচিব এডভোকেট জিয়া হাবীব আহসান এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং দায়ী ব্যক্তিদের ৪৮ ঘণ্টার মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া আহতদের সুচিকিৎসা ও পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়ার অনুরোধ করেন।
বিএইচআরএফ জানায়, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি বিমানবাহিনীর কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) এবং আনসার বাহিনীর সদস্যরা মোহাম্মদ সাইদ উদ্দিন নামে বাংলাদেশী বংশদ্ভূত নরওয়ের এক নাগরিককে মারধর করেন। এছাড়া সাইদের বাবা গিয়াস উদ্দিন, মা বেগম মনোয়ারা, ভাই মোহাম্মদ মহি উদ্দিন ও গিয়াস উদ্দিনের পুত্রবধূ ইপসা জান্নাতুল নাঈমকে হেনস্তা করেন।
বিএইচআরএফ আরো জানায়, নির্যাতনের শিকার যাত্রীরা কোনো অপরাধ করলে তাদের আইনের কাছে সোপর্দ করা দরকার ছিল। কিন্তু তা না করে শারীরিক ও মানসিকভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছে, যা শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে দাবিও জানান মানবাধিকার বিষয়ক এই সংগঠনের শীর্ষ নেতারা। একই সাথে এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি যাতে আর না ঘটে সেজন্য কার্যকর পদক্ষেপ নেয়ার অনুরোধ করেন।
এনইউ/জই