বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

‘ঘোষণাপত্র’ দিবে না বৈষম্যবিরোধীরা, ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি

চাটগাঁর চোখ ডেস্ক

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার কর্মসূচি থাকলেও তা স্থগিত করা হয়েছে। তবে নির্ধারিত সময়ে মার্চ ফর ইউনিটি ও শহীদ মিনারে সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মধ্যরাতের পর সাংবাদিকদের সামনে এ তথ্য সিদ্ধান্ত জানান অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা ঘোষণাপত্র দেওয়ার কর্মসূচি স্থগিত করার বিষয়টি জানান।
পরে রাত ১২টা ৪৫ মিনিটের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ সাংবাদিকদের জানান, ‘রক্তের বিনিময়ে অর্জিত গণ-অভ্যুত্থান আমার ভাইয়ের চোখের বিনিময়ে অর্জিত গণ-অভ্যুত্থান, আমরা এই গণ-অভ্যুত্থানের পক্ষে ঘোষণাপত্র দিতে চেয়েছি, আমরা রাষ্ট্রকে বলেছি, রাষ্ট্রের পক্ষ থেকে যেন আমাদের সহায়তা দেয়া হয়। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছি। সকলে যেন আমাদের এখানে সমর্থন জানায়, আমরা বলেছি যেন প্রত্যেকে এটা গ্রহণ করে। কারণ ঘোষণাপত্র একটি ঐতিহাসিক দলিল। কিন্তু এই ঐতিহাসিক দলিল যেন আমরা প্রস্তাব করতে না পারি সে ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি করা হয়েছে। তবে আমরা প্রাথমিকভাবে বিজয় লাভ করেছি। সরকার আমাদের এই ঘোষণাপত্রের ব্যাপারে সম্মতি দিয়েছে।’
তিনি বলেন, ‘আমরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতা অবশ্যই আমরা শহীদ মিনার একত্রিত হব। আমরা আমাদের পরবর্তী কর্মসূচি দিয়েছি— আমরা শহীদ মিনারে বিপ্লবী জনতা একত্রিত হব। আমাদের সরকারের পক্ষ থেকে প্রক্লামেশন আসবে। কিন্তু তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না। আমরা এদেশের মানুষের উদ্দেশ্যে বলব, এই প্রক্লেমেশন যেন আমরা করতে না পারি সে ক্ষেত্রে দেশি-বিদেশি ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্রে পেরেক মেরে দিয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। সরকার বলেছে, সকলের পক্ষ থেকে তারা ঘোষণাপত্র দেবে। কিন্তু আমরা আগামীকাল প্রক্লেমেশনের পক্ষে সারা দেশের মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান জানাই।’
এর আগে একাধিক সমন্বয়ক জানান, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনরা এ বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে না পারার কারণে আগামীকাল ৩১ ডিসেম্বর জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের ঘোষণা অনুষ্ঠান হচ্ছে না।
এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর