সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা

চাটগাঁর চোখ ডেস্ক

সীমান্তে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এসময় তিনি সীমান্তের কাছাকাছি বসবাসকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে রংপুর পুলিশ লাইনস অডিটরিয়ামে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,  ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, সীমান্তের কিছু কিছু জায়গায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় নির্বাচন হচ্ছে। আমরা নির্বাচনের সময় কিছু কিছু জায়গা থেকে বিজিবি সরিয়ে নিয়েছি, সেই সব জায়গায় নতুন করে বিজিবি মোতায়েন করা হচ্ছে, অন্য কিছু নয়।

ব্রিফিংকালে অন্যান্যের মধ্যে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ছিলেন।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর