বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

বহিষ্কৃত চিন্ময়ের দায় ইসকনের নয়

চাটগাঁর চোখ ডেস্ক

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) শৃঙ্খলা ভঙ্গের দায়ে চিন্ময় কৃষ্ণ দাসকে আগেই বহিষ্কার করা হয়েছে। তাই তার সাথে বর্তমানে কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন সংগঠনটির মুখপাত্র।
ইসকনের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাসের কর্মকাণ্ড ও বক্তব্য একান্তই তার ব্যক্তিগত। এর দায় ইসকন নেবে না।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর স্বামীবাগ আশ্রমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
চারু বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে ঘিরে ভারতের মন্তব্য বা অবস্থানের সঙ্গে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। কোনো দেশের কোনো ব্যক্তি চিন্ময়কে নিয়ে কী উদ্যোগ নিলো বা কী বলল, সে জন্য ইসকন দায়ী নয়।
তিনি আরও বলেন, চট্টগ্রাম আইনজীবী হত্যায় ইসকনকে অন্যায়ভাবে জড়িয়ে মিথ্যাচার চলছে। একইসঙ্গে সড়ক দুর্ঘটনার জন্য ইসকন দায়ী নয়। শিশুর সঙ্গে খারাপ কাজসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য অনেক আগেই চিন্ময় কৃষ্ণ দাসকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর