সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

ভারত-বাংলাদেশ সম্পর্কে অগ্রগতির আভাস

চাটগাঁর চোখ ডেস্ক

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ঢাকা-দিল্লির সম্পর্কে চলছে টানাপোড়েন। এমন পরিস্থিতির মধ্যে ঢাকায় দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনায় বসছে প্রতিবেশী দু দেশ।

আগামী মাসে ঢাকায় দুদেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। বৈঠকে ভারতীয় দলের নেতৃত্ব দিবেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এসব তথ্য জানিয়েছেন।

সূত্র আরো জানায়, বৈঠকের পর আশা করছি দুদেশের শীতল সম্পর্কে উঞ্চতার ছোঁয়া লাগবে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর