আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্ল্যাকার্ডসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ নভেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মিছিল ও সমাবেশের চেষ্টা করার সময় এই ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে।
ডিএমপি জানিয়েছে, শনিবার অন্তত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভাইরাল হওয়া কথিত অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারীসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ কর্মী রয়েছেন। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে উসকানিমূলক পোস্টার, ছবিসহ প্ল্যাকার্ড এবং নগদ অর্থসহ বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়েছে।
পুলিশ বলছে, বাংলাদেশের বন্ধু প্রতিম রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক বিনষ্টের অপচেষ্টার অংশ হিসেবে তারা এই অপতৎপরতার পরিকল্পনা করেছে।
এদিকে ট্রাম্প সমর্থকদের গ্রেপ্তার বা দমন সংক্রান্ত যে সংবাদ ভারতীয় একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেটিকে গুজব বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট চেকিং পেজ।
রোববার ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র সংবাদে বলা হয়েছে, ‘বাংলাদেশ ক্র্যাক্স ডাউন অন ট্রাম্প সাপোর্টার্স আফটার হি ডিক্রাইস এন্টি-মায়নোরিটি অ্যাটাকস (সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা জানানোর পর বাংলাদেশে ট্রাম্পের সমর্থকদের ওপর নির্যাতন করা হয়েছে)।’
তবে প্রেস উইং ফ্যাক্ট-এর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দাবি করা হয়েছে, রাজধানীতে নাশকতামূলক কর্মকা- পরিকল্পনার অভিযোগে এবং দেশে গণহত্যা, দুর্নীতি ও কোটি কোটি ডলার পাচারের অভিযোগে আওয়ামী লীগের কয়েক ডজন নেতাকর্মী, কর্মকর্তা ও সদস্যদের ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে কোনো ভাবেই ট্রাম্পের সমর্থকদের গ্রেপ্তার করা হয়নি। ভারতীয় মিডিয়ার বিষয়টি অতিরঞ্জিত।
এনইউ/জই
প্ল্যাকার্ডসহ ডোনাল্ড ট্রাম্পের ১০ ‘সমর্থক’ গ্রেপ্তার , প্রেস উইংয়ের অস্বীকার
চাটগাঁর চোখ ডেস্ক