রবিবার, ১৫ জুন ২০২৫

আড়তে ডিম বিক্রি বন্ধ

আবু তাহের মোঃ নিজাম উদ্দিন

ডিমের বাজার যেন হঠাৎ লাগামহীন হয়ে উঠেছে। দেশে দাম বেড়ে যাওয়ায় দাম নিয়ন্ত্রণে রেখে ভোক্তার চাহিদা মেটাতে ভারত থেকে ডিম আমদানি করা হয়েছে। সরকারি ভাবে দামও নির্ধারণ করে দেয়া হয়েছে। সেই দামে বিক্রি না করলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে। তবে এতকিছুর পরেও যেন ডিমের বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

আড়তদারদের অভিযোগ, তারা সরকারি দামে ডিম কিনতে পারছেন না। অথচ তাদের জরিমানা করা হচ্ছে। ফলে তারা ডিম বিক্রি বন্ধ রেখেছেন।

সোমবার (১৪ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন আড়তে খোঁজ নিয়ে এই তথ্যই পাওয়া গেছে।

চটগ্রাম পাহাড়তলীর ডিম আড়তদাররা জানান, তারা ডিম বিক্রি বন্ধ রেখেছেন। কারণ রোববার তাদের ডিম কিনতে হয়েছে ১২ টাকা ৯০ পয়সা। অথচ সরকার নির্ধারিত দাম ১১ টাকা ০১ পয়সা। এ ছাড়া যাদের কাছ থেকে ডিম কিনেছেন তারা রশিদ দিচ্ছে না। ফলে ঝামেলা থেকে বাঁচতে সোমবার থেকে তারা ডিম বিক্রি বন্ধ রেখেছেন। সরকারি দামে কিনতে পারলে তারা পুনরায় ডিম বিক্রি করবেন বলে জানান।

তবে ভোক্তাদের অভিযোগ, আড়তে প্রচুর ডিম মজুদ আছে। ব্যবসায়ীরা ইচ্ছে করেই বিক্রি করছেন না।

এদিকে আড়তে ডিম বিক্রি বন্ধ থাকলেও খুচরা বিক্রেতারা এখনো ডিম বিক্রি করছেন। বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়,  সাদা ডিম ডজন ১৬৫-১৬৭ টাকা ও বাদামি ডিম ১৭০-১৭২ টাকা বিক্রি হচ্ছে।  তবে স্থানভেদে এই দাম কিছুটা কমবেশি পাওয়া যায়।

অন্যদিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ডিমের আড়তে বেশকিছু অনিয়ম পেয়েছে বলে জানিয়েছেন।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর