মামলার এজাহারে নাম থাকলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করতে হবে এমন কোনো ‘বাধ্যবাধকতা নেই’ বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. ময়নুল হাসান।
তিনি বলেছেন, সরকার পতনের পর পুলিশ হত্যা এবং থানা লুটপাটের ঘটনাতেও মামলা হবে।
ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সদস্যরা রোববার ডিএমপির সদর দপ্তরে সৌজন্য সাক্ষাত করতে গেলে এ বিষয়ে কথা বলেন ডিএমপি কমিশনার।
সরকার পতনের পর বিভিন্ন থানায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের এবং গ্রেপ্তার নিয়ে পুলিশ কমিশনারকে প্রশ্ন করেন সাংবাদিকরা।
জবাবে ময়নুল ইসলাম বলেন, “এজাহারে নাম থাকলেই গ্রেপ্তার হবে বিষয়টি এমন নয়। কোনো বাধ্যবাধকতাও নেই। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।“
ক্ষমতার পালাবদলের পর গত এক মাসে বিগত সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে প্রায় পৌনে তিনশ মামলা হয়েছে আদালতে এবং দেশের বিভিন্ন থানায়। এসব মামলায় নাম প্রকাশ করে আসামি করা হয়েছে ২৬ হাজারের বেশি মানুষকে; অজ্ঞাতপরিচয় আসামি রয়েছে দেড় লাখের ওপরে।
এমএ/ জই