বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

ফরিদা খানম চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক

চাটগাঁর চোখ ডেস্ক

দেশের ২৫টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রামের জেলা প্রশাসক নিযুক্ত হয়েছেন ফরিদা খানম।তিনি বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব। ফরিদা খানম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর প্রত্যাহার হওয়া সাবেক জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের স্হলাভিষিক্ত হচ্ছেন।এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রগ্গাপনে উল্লেখ করা হয়।

এ ছাড়া, ঢাকা, ফরিদপুর, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া, জয়পুরহাট, কক্সবাজার, নোয়াখালী, চাঁদপুর, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা ও গোপালগঞ্জে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গত ২০ আগস্ট ২৫ জেলার ডিসিদের প্রত্যাহার করা হয়েছিল।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জনপ্রশাসনে বড় পরিবর্তনে হাত দেয়। এরই ধারাবাহিকতায় বিভিন্ন পদে বড় রদবদল অব্যাহত আছে।

এমএ/ জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর