মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

সরকার আলোচনায় রাজি: আইনমন্ত্রী, লাশের উপর দিয়ে আলোচনা নয় শিক্ষার্থীদের জবাব

ডেস্ক নিউজ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে সরকার একমত বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে জানান। ব্রিফিংয়ে জানানো হয়, শিক্ষার্থীদের সাথে আলোচনা করা জন্য আইনমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যখনি বসতে চাই তখনি তারা আলোচনা করবেন। ব্রিফিংকালে আইনমন্ত্রীর সাথে শিক্ষার্থীমন্ত্রী উপস্থিত ছিলেন।

এসময় তারা দুইজনই শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের অনুরোধ জানান। এদিকে শিক্ষার্থীরা সরকার আলোচনা প্রত্যাহার করে বলেছেন, আলোচনা তো আগেও হতে পারতো। আলোচনা ও গোলাগুলি একসাথে হয় না। সরকারের আলোচনা প্রস্তাব প্রত্যাখান করে কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, লাশের উপর দিয়ে তো আর আলোচনায় যাওয়া যায় না।

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গ্রহণ করা হয়েছে। হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানকে এই কমিটির দায়িত্ব দেওয়া প্রস্তাব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ গণমাধ্যমকে এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা কিছু দাবি জানাবো। সেই দাবিগুলো পূরণ সাপেক্ষে আলোচনা হতে পারে। সেই দাবিগুলোর বিষয়ে আমাদের আলোচনা চলছে। দাবিগুলো পূর্ণাঙ্গভাবে লিখে আমরা লিখিত আকারে জানাবো, যাতে করে ভুলভাবে আমাদের দাবি উত্থাপিত না হয়।

চাটগাঁর চোখ/ এইচডি

সর্বশেষ

এই বিভাগের আরও খবর