দেশের সর্বোচ্চ আদালতের আদেশের পরও কোটা আন্দোলনকারীরা তাদের অবরোধ কর্মসুচি অব্যাহত রেখেছে। দেশের আইনশৃঙ্খলা বাহিনী বেশ ধৈর্য্যের পরীক্ষা দিয়েছে।
তবে আজ থেকে পুলিশও হার্ড লাইনে যাওয়ার ঘোষণা দিয়েছেন। কোটা আন্দোলনকারীরা লিমিট ক্রস করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, ‘কোটা আন্দোলনে জানমাল অনিশ্চয়তায় পড়লে পুলিশ বসে থাকবে না। বৃহস্পতিবার (১১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘যারা আন্দোলন করছেন তারা শিক্ষিত, মেধাবী।
তারা কেন রাষ্ট্রের বিপক্ষে যাবেন? তারা নিশ্চয়ই সব কিছু পর্যবেক্ষণ করে ফিরে যাবেন। ’
তিনি বলেন, ‘যদি অগ্নিসংযোগ ও ধ্বংস হয়, জানমালের অনিশ্চয়তা তৈরি হয়, অনৈতিক কোনো পরিস্থিতি তৈরি হয়; তবে পুলিশ বসে থাকবে না। ’
আমাদের নিরাপত্তা বাহিনী, বিশেষ করে পুলিশকে আমরা বলেছি, ‘এদের ডিমান্ড যেটা আছে, সেটা আমরা শুনব। কিন্তু শোনারও একটা লিমিট বোধ হয় থাকে। তারা বোধ হয় এগুলো ক্রস করে যাচ্ছেন।
তিনি বলেন, ‘তারা যেটা চেয়েছিলেন সেই দিকেই যখন যাচ্ছে, তখন রাস্তায় থেকে তাদের কষ্ট করার দরকার নেই। আর আদালত সব ধরনের সুযোগ তাদের জন্য রেখেছেন। তাদের কথা শুনতে চাচ্ছেন আদালত। এখন আমার মনে হয়, রাস্তায় অবস্থান করার কোনো প্রয়োজন নেই।
এদিকে দেশের সর্বোচ্চ আদালতের আদেশের পরও কেউ কর্মসূচির নামে রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
এই পুলিশ কর্মকর্তা বলেন, হাইকোর্টের রায়ের ওপর সর্বোচ্চ আদালত চার সপ্তাহের স্থিতাবস্থা দিয়েছেন। ফলে আজ থেকে শিক্ষার্থীদের আর জনদুর্ভোগ করার কোনো অবকাশ আছে বলে ডিএমপি মনে করে না।
যারা আন্দোলন করছেন তাদের প্রতি পুলিশের অবশ্যই ভালোবাসা, সহমর্মিতা আছে। কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে দেশের প্রচলিত আইন ও সর্বোচ্চ আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে আমরা বাধ্য।
সে জায়গা থেকে যেহেতু শিক্ষার্থীরা শিক্ষিত, ফলে ডিএমপির পক্ষ থেকে আমি বিনীত অনুরোধ করছি তারা যেন জনদুর্ভোগ হয় এমন কোনো কর্মসূচি না দেয়।
অন্যদিকে কোটা আন্দোলনকারীদের সাথে বেশ কয়েকটি স্থানে পুলিশের ধাওয়া পাল্টার ঘটনা ঘটেছে।
চট্টগ্রামেও শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে সড়ক অবরোধ করার চেষ্টা করে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর পৌনে ৫টার দিকে চট্টগ্রামের টাইগারপাসে পুলিশের বাধা উপেক্ষা করে সড়ক অবরোধ করতে গেলে পুলিশ লাঠিচার্জ করে। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
চট্টগ্রাম মহানগর পুলিশের ডিসি (উত্তর) মো. মোখলেছুর রহমান বলেন, পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু শিক্ষার্থীরা বাধা উপেক্ষা করে সড়ক অবরোধের চেষ্টা করেছে। পুলিশ কোনো ধাওয়া-পাল্টা ধাওয়া করেনি।
চচ/আরপি