দেশের ১৫ জেলায় ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে মিলেছে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস।
বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তবে রাজশাহী বিভাগে এবং টাঙ্গাইল, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, লালমনিরহাট ও কুড়িগ্রামে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এছাড়া অন্যান্য এলাকায় চলমান তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।
বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবানে ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
চাটগাঁর চোখ/ এইচডি