শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

স্বরলিপির নতুন সময়ে অভিযাত্রা

প্রেস বিজ্ঞপ্তি

‘সুরের মূর্চনায় হোক স্বপ্নগাঁথা নতুন সময়ে অভিযাত্রা’ এই স্লোগানে স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গনের ১১ বছর পূর্তি উৎসব ২২ জানুয়ারি বুধবার বিকেল ৫টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনের পরিচালক সামশুল হায়দার তুষার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম। গুণীজন সংবর্ধনা, সুরেলা স্মরণিকা প্রকাশ, সংগীত, নৃত্য, আবৃত্তি, কথামালা ও বর্ণাঢ্য র‌্যালী’র মাধ্যমে উৎসবের উদযাপন করা হয়। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সঙ্গীত শিল্পী কল্যাণী ঘোষ, কল্পনা লালা, আবদুর রহিম, রিয়াজ ওয়ায়েজ।

সেলিম আকতার পিয়াল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব জসিম উদ্দিন মিথুন, সমন্বয়কারী জাহিদ তানছির, আর.কে রুবেল, জামাল আহমেদ, জাফর ইকবাল, মাহাবুবুর রহমান সাগর, আবছার উদ্দিন অলি, ইলিয়াছ ইলু, মোঃ কামাল উদ্দিন, এ.আর বাবলু প্রমুখ। বক্তারা বলেন, এদেশ লালন হাসন, রবি, নজরুল, মরমী সাধকের দেশ। এদেশের প্রান্তে প্রান্তে সুরের মূর্ছনা ও মরমী সাধক বাউলদের আনাগোনা। সঙ্গীতহীন মানুষই হয়না। সঙ্গীত মানুষের মন ও মননকে সতেজ করে। মানুষের শ্রেষ্ঠ বিনোদন মাধ্যমই সঙ্গীত। এই সঙ্গীত শিক্ষা ও অনুশীলন এর কাজ করে স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গন।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর