শুক্রবার, ২১ মার্চ ২০২৫

মাঠের লড়াই ভোটে গড়াবে দু’দিন পর, শেষ দিনে বিরামহীন প্রচারনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহনের মাত্র দু’দিন বাকি। নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচার প্রচারনা। প্রচারণার শেষ দিনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী এবং তাঁদের কর্মী সমর্থকরা। যাচ্ছেন ভোটারের দ্বারে দ্বারে,অংশ নিচ্ছেন কেন্দ্র ভিত্তিক নির্বাচনী সভা কিংবা পথ সভায়। দিচ্ছেন নানা রকম প্রতিশ্রুতিও।

কোথাও কোথাও প্রার্থীদের পরিবারের সদস্যদেরও দেখা যাচ্ছে ভোটারের দ্বারে যেতে, কেউ ভোট চাইছেন বাবার জন্য আবার কেউ স্বামীর জন্য।

IMG 20240103 WA0005 » মাঠের লড়াই ভোটে গড়াবে দু'দিন পর, শেষ দিনে বিরামহীন প্রচারনা

বিএনপিবিহীন এই নির্বাচনে ভোটারবিহীন কেন্দ্র যেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করে সে লক্ষ্যে ভোটের দিন ভোটারদের কেন্দ্রমুখি করার ব্যাপারে প্রার্থী ও সমর্থকদের বিশেষ তৎপরতা বেশ লক্ষণীয়।

চট্টগ্রামের ১৬ টি আসনে আওয়ামী লীগের বিভক্ত রাজনীতির খেসারত দিতে হতে পারে নৌকার প্রার্থীদের। তাতে রোববার ভোটের দিন চট্টগ্রামের অন্তত ৮ টি আসনে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন সাধারণ ভোটারেরা।
ইতোমধ্যে কয়েকটি আসনে প্রচারণার সময়ে সংঘাত সংঘর্ষের ঘটনা তারই ইঙ্গিত বহন করে।

FB IMG 1704350085546 » মাঠের লড়াই ভোটে গড়াবে দু'দিন পর, শেষ দিনে বিরামহীন প্রচারনা

জেলার ১৬ টি আসনের মধ্যে কমপক্ষে ৬ টি আসনে শক্তিশালী স্বতন্ত্র কিংবা বিদ্রোহী কোন প্রার্থী না থাকায় সেসব আসনে নৌকার বিজয় অনেকটা নিশ্চিত মনে করেন অনেকেই।
আসনগুলো হচ্ছে চট্টগ্রাম-৩, চট্টগ্রাম-৪, চট্টগ্রাম-৬, চট্টগ্রাম-৭, চট্টগ্রাম-৯ এবং চট্টগ্রাম-১৩।

চট্টগ্রাম-৫ ও চট্টগ্রাম-৮ এ দুটি আসনে সমঝোতার কারণে নৌকার প্রার্থী নেই, তবে সেখানে আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থীদের সাথে লাঙ্গলের তুমুল লড়াইয়ের সম্ভাবনা দেখছেন বিজ্ঞজনেরা।

সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনটির নির্বাচনের মাঠ থেকে নজিবুল বশর মাইজভান্ডারির সরে যাওয়া নিয়ে শুরু হয়েছে নতুন হিসেব নিকেশ।বৃহস্পতিবার নৌকার সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ান ভান্ডারি।

চট্টগ্রাম-১২ পটিয়া আসনে টানা তিন বারের সাংসদ ও হুইপ শামসুল হকের পরিবর্তে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরের দলীয় মনোনয়ন পাওয়াটা ছিল চট্টগ্রামের নির্বাচনাঙ্গনের বড় চমক। তবে ওই আসনে স্বতন্ত্র ঈগল প্রতীক নিয়ে ভোটের মাঠে শক্ত অবস্থানে আছেন হুইপ শামসুল হক চৌধুরী।

মহানগরের ৩ টিসহ চট্টগ্রামের ১৬টি আসনে ২ হাজার ২২টি ভোটকেন্দ্রের ১৩ হাজার ৭৪১টি ভোটকক্ষে মোট ৬৩ লাখ ৯৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সিএমপি ও জেলা আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বলেন, পুলিশ সহ সামরিক ও আধাসামরিক বাহিনী মাঠে রয়েছে। ভোটাররা যাতে নিরাপদ ও নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেজন্য সব ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

সর্বশেষ

এই বিভাগের আরও খবর