বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

যা কিছু প্রয়োজন,সংসদে দাঁড়িয়ে সব বলবো: মন্জুর আলম

আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন,এবং আমার ফুল কপি প্রতীকে একটি করে ভোট দিবেন।
আমি কারও আজ্ঞাবহ নই,নির্বাচিত হলে স্বাধীন ভাবে এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো।

৪ জানুয়ারি(বৃহস্পতিবার) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্টানে নিজ নির্বাচনী এলাকার ভোটারদের উদ্দেশ্যে এসব কথা বলেন চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক চসিক মেয়র মন্জুর আলম।

সংসদে কী ভূমিকা থাকবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে সংসদে যেতে দিন। আমি স্বতন্ত্র প্রার্থী। ইনশাআল্লাহ আমরা যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদে যাব কাউকে একা একা কথা বলতে দেব না।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন,আমরাই আপনাদের পক্ষে দেশের পক্ষে দেশের স্বার্থে জনগণের স্বার্থে নির্বাচন করছি। দেশের স্বার্থে যা কিছু প্রয়োজন মহান সংসদে আল্লাহর রহমতে দাঁড়িয়ে সব বলবো।

প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষিতে অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি বিনিময়ে কী চাইলাম? উনার কাছেওতো কিছু চাইনি! আমি ১০৩টি প্রতিষ্ঠান করেছি। আমাকে কে বিনিময় দেবে? আমি বিনিময় নেব আল্লাহর কাছ থেকে। আল্লাহ আমাকে দান করেছেন, আমি আল্লাহর ওয়াস্তে সেবার মানসে  নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছি।

জেতার পর আওয়ামী লীগে যোগ দেবেন কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোথায় যাব সেটির কোনো ঠিকানা নাই। আমার ঠিকানা হবে জাতীয় সংসদ।

সর্বশেষ

এই বিভাগের আরও খবর