মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

এবার ইনানী থেকে প্রথমবার সেন্টমার্টিন গেল যাত্রীবাহী জাহাজ

ভ্রমণ প্রেমীদের জন্য দেশের সবচেয়ে জনপ্রিয় স্পট হল সেন্টমার্টিন। পর্যটন মৌসুমে প্রতিদিন হাজার হাজার পর্যটক ভ্রমণ করে এ দ্বীপ। কক্সবাজার শহর, টেকনাফ জেটিঘাট এবং চট্টগ্রাম থেকে সরাসরি জাহাজে যাওয়া আসা করা যায় প্রবাল দ্বীপটিতে।

তবে পর্যটকদের ভ্রমণের নতুন দ্বার খুলেছে। এবার ইনানী সী বিচ থেকে পর্যটক নিয়ে জাহাজ যাচ্ছে সেন্টমার্টিনে। ৩১ শে ডিসেম্বর পরীক্ষা মূলক ট্রিপ গেছে নারিকেল জিঞ্জিরায়। সকাল দশটার দিকে প্রায় দেড়শ যাত্রী নিয়ে ইনানীর বাংলাদেশ নৌ বাহিনীর জেটিঘাট থেকে এমভি কর্নফুলী জাহাজটি রওয়ানা হয় সেন্টমার্টিনের উদ্দেশ্যে। ইতিমধ্যে নিরাপদে গন্তব্যে ও পৌঁছে গেছে।

রোববার পরীক্ষামূলক যাত্রা হলে ও আগামী ১১ ই জানুয়ারী থেকে বাণিজ্যিকভাবে এই রুটে প্রতিদিন জাহাজ চলাচল করবে বলে জানা যায়।
এদিকে ইনানী থেকে সেন্টমার্টিন সরাসরি জাহাজ চলাচল শুরু হওয়ায় পর্যটকদের সময় ও খরচ কমবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ

এই বিভাগের আরও খবর