আমি একজন ব্যবসায়ি পরিবারের সন্তান, আমার মরহুম পিতা আখতারুজ্জামান চৌধুরী রাজনীতির পাশাপাশি দেশের একজন স্বনামধন্য শিল্পপতিও ছিলেন।
রাজনীতিতে আনুষ্টানিক পদার্পনের আগে উত্তরাধিকার সূত্রেই আমি ব্যবসায়ি, রাজনীতিকে ব্যবসার হাতিয়ার করিনি, জনসেবা করতেই রাজনীতিতে এসেছি এবং সততার সহিত তা করে যাচ্ছি।
বৃহস্পতিবার(২৮ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা আনোয়ারায় এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম-১৩ আসনের নৌকার মনোনীত প্রার্থী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
উপজেলার জুঁইদন্ডি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত জনসভায় তিনি আরও বলেন বর্তমান সরকারের অভানীয় উন্নয়ন কর্মকান্ডে গ্রাম আর গ্রাম নাই, গ্রামে এখন শহুরে পরিবেশ বিরাজমান। সর্ব সাধারণের জিবন যাত্রার মান উন্নত হয়েছে,গ্রাম গঞ্জের প্রতিটি ঘরে ঘরে আজ শিক্ষার আলো জ্বলছে।
উন্নয়ন অগ্রযাত্রার এই ধারাকে চলমান রাখতে এই সরকারকে আবারও ক্ষমতায় রাখতে হবে, তাই আগমী ৭ জানুয়ারি সবাইকে সদলবলে ভোট কেন্দ্রে উপস্তিতি হয়ে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দানের আহবান জানান তিনি।
জুঁইদন্ডি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ জলিল আজদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় উক্ত জনসভায় অন্যান্যদের মধ্যে আনোয়ারা উপজেলা পরিষদ চেয়ানম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, জেলা পরিষদ সদস্য এসএম আলমগীর চৌধুরীসহ জেলা,এবং উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।