বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

একসাথেই চলে গেল তিনবন্ধু

মীরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে দ্রুতগামী বাস চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিরসরাইয়ের ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের মায়ানী বড়ুয়াপাড়ার সভ্যরঞ্জন বড়ুয়ার ছেলে ও মায়ানী ইউনিয়ন বিএনপির সদস্য রুবেল বড়ুয়া (৪০), একই গ্রামের মেঘল বড়ুয়ার ছেলে নিপ্পু বড়ুয়া (৪৩) ও সুরেশ বড়ুয়ার ছেলে সনি বড়ুয়া (৩৭)।

স্হানীয় সূত্রে জানা গেছে, মায়ানী ইউনিয়নের বড়ুয়াপাড়ার ৩ জন মোটরসাইকেল যোগে সুফিয়া রোড়ে একটি হোটেলে খেতে যায়। বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন রুবেল বড়ুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান শুক্রবার ভোররাতে সুফিয়া রোড় এলাকায় দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করা হয়েছে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর