সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

রাখাইনে সংঘাতে শতাধিক রোহিঙ্গার অনুপ্রবেশ, ২৪ জনকে পুশব্যাক

চাটগাঁর চোখ ডেস্ক

মিয়ানমারের রাখাইনে বেশ কিছুদিন ধরে সরকারি জান্তা বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির সাথে যুদ্ধ চলছে। এতে নিরাপত্তা শঙ্কায় পড়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে রোহিঙ্গারা। তাদের প্রবেশ ঠেকাতে কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন সীমান্ত পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হলেও দালাল চক্রের মাধ্যমে তারা অনুপ্রবেশ করেছে। গত দুদিনে এরকম বান্দরবানের আলীকদম ও নাইক্ষ্যংছড়িতে শতাধিক রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। অবশ্যই পরে ২৪ জনকে পুশব্যাক করা হয়েছে।

বিজিবি আলীকদম ৫৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আকিব জাবেদ জানান, ‘বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে মিয়ানমারের ওপার থেকে রোহিঙ্গারা রাতের আঁধারে আলীকদমের কয়েকটি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে। পরে খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা ৮৪ রোহিঙ্গাকে আটক করে। আটককৃতদের উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।’
আলীকদমের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপায়ন দেব জানান, সোমবার আলীকদমের দুর্গম কুরুকপাতা সীমান্ত দিয়ে ৮৪ জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে এবং অনেক রোহিঙ্গা এখনো অনুপ্রবেশের অপেক্ষায় আছে। আটক রোহিঙ্গাদের পুশব্যাক করার প্রক্রিয়া চলছে। আপাতত তাদের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আমাদের নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি জানান, ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিমকুল এলাকা থেকে অনুপ্রবেশকারী ২৪ রোহিঙ্গাকে আটক করে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির কক্সবাজার জোনের ৩৪ ব্যাটালিয়নের অধীন ঘুমধুম সীমান্ত চৌকির (বিওপি) টহল সোমবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে এসব রোহিঙ্গাকে আটক করে। আটকরা মিয়ানমারের রাখাইন রাজ্যের আকিয়াব জেলার বুচিডং থানার টম বাজারের স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।

বিজিবি জানায়, তারা ঘুমধুম সীমান্ত চৌকির ২০০ মিটার উত্তরে তুমব্রু এলাকার পশ্চিমকুল নামক স্থান দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল। তাদের বেলা ২টার দিকে ফেরত পাঠানো হয়েছে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর