ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান পদে ফের পরিবর্তন হলো। নতুন চেয়ারম্যান হলেন স্বতন্ত্র পরিচালক অপরুপ চৌধুরী। ব্যাংকটির পর্ষদ ভেঙে দিয়ে নতুন ৫ সদ্যের নতুন পর্ষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (২৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের এক চিঠি পরিপ্রেক্ষিতে নতুন এ পর্ষদ গঠন করা হয়েছে।
ব্যাংকে নিয়োগ পাওয়া পাঁচ পরিচালক হলেন— ইউসিবির উদ্যোক্ত পরিচালক শরীফ জহীল, ইউসিবির উদ্যোক্তা পরিচালক মো. তানভীর খান, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. সাজ্জাদ হোসেন, অগ্রণী ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ আলী এবং চার্টার্ড একাউন্টেন্ট ওবায়দুর রহমান।
অপরুপ চৌধুরী চেয়ারম্যান নিযুক্ত হওয়ার আগে ১৬ আগস্ট ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব পান সাবেক ভুমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বোন রোখসানা জামান চৌধুরী।
তিনি সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রী রুকমিলা জামানের স্হলাভিসিক্ত হয়েছিলেন।সর্বশেষ রোকসানা জামানকে সরানোর মধ্য দিয়ে ইউসিবিতে আক্তারুজ্জামান বাবু পরিবারের দীর্ঘদিনের আধিপত্যের অবসান হলো।
অভিযোগ রয়েছেন স্ত্রী রুকমিলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করলেও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবি নিয়ন্ত্রণ করতেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার পরিবার।
গত ১৫ আগস্ট পর্যন্ত জাভেদের স্ত্রী রুখমিলা জামান চৌধুরী ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
গতকাল বিকেলে ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয় স্বতন্ত্র পরিচালক অপরূপ চৌধুরীকে।
সাইফুজ্জামান চৌধুরী জাভেদের বিরুদ্ধে বিভিন্ন দেশে কয়েক হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে।
এমএ/ জই