শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

শান্ত হত্যা: শেখ হাসিনাসহ ৭৭ জনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যা পরিচালনার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

গত জুলাই মাসে চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যা পরিচালনার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৭ জনের বিরুদ্ধে আজ বুধবার (২১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

রাজধানীর ধানমন্ডিতে আইসিটি তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করা হয়েছে।

গত ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুরে বিক্ষোভ চলাকালে নিহত ফয়সাল আহমেদ শান্তর বাবা মো. জাকির হোসেনের পক্ষে আইনজীবী এ অভিযোগ দাখিল করেন।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন,- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি মো. আওয়ামী লীগের সভাপতি মাহাতাব উদ্দিন আহমেদ ও সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী।

অভিযোগে বলা হয়, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান, ওবায়দুল কাদের, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র আ জ ম নাছির, বর্তমান মেয়র রেজাউল করিমসহ ছাত্রলীগের ১৬ জন কেন্দ্রীয় নেতার নির্দেশে ও পরিকল্পনায় অন্যান্য আসামিরা আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি চালিয়ে নিরস্ত্র বেসামরিক মানুষকে হত্যা করে। তাদের উদ্দেশ্য ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িতদের আংশিক বা সম্পূর্ণ নির্মূল করা, গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠন করা।

এর আগে ঢাকায় শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও চারটি গণহত্যার অভিযোগ দায়ের করা হয় এবং ট্রাইব্যুনাল সেগুলোর তদন্ত শুরু করেছে।

এমএ/ জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর