ছাত্র আন্দোলনের জেরে উত্তাল পরিস্থিতিতে সোমবারই পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবার এই পরিস্থিতি নিয়ে মুখ খুললেন।
হিন্দুস্হান টাইমসের সাথে সাক্ষাৎকারে, তিনি ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন,’আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।’ ‘তাঁর সরকারের তাৎক্ষণিত তৎপরতা আমার মায়ের প্রাণ বাঁচিয়েছে।’
তাঁর আর্জি, ‘ভারতকে বিশ্বে নেতৃত্বের ভূমিকা নিতে হবে’। তিনি বলেন, শেখ হাসিনার সরকারই বাংলাদেশে আর্থিক উন্নয়ন ঘটিয়েছিল।
হাসিনা পুত্র বলেন, বর্তমানে বাংলাদেশে যে সরকার রয়েছে তা অসংবিধানিক। এছাড়াও তিনি বলেন, বাংলাদেশে ৯০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে সংবিধান অনুযায়ী।
তিনি বলেন, সরকারের উচিত খুব তাড়াতাড়ি নির্বাচন আয়োজন করা। হাসিনাপুত্র সজীব মনে করছেন, বাংলাদেশের পরিস্থিতিতে ‘বিদেশি গোয়েন্দদা সংস্থার উস্কানি’ রয়েছে।
তিনি বলেন,’আমাদের সরকার কখনই কাউকে আক্রমণ করার জন্য পুলিশকে নির্দেশ দেয়নি…’।
তাঁর প্রশ্ন ছাত্রদের হাতে কীভাবে এল অস্ত্র? কেন হাসিনা পদত্যাগ করেছিলেন? সেই প্রশ্নের উত্তরে সজীব বলেন, ‘ আমার মা পদত্যাগ করেছিলেন কারণ তিনি গণহত্যা চাননি।