শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

মন্ত্রী নওফেল ও মেয়রের বাসা, এমপি বাচ্চুর অফিসে হামলা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের নগরীর বাড়ি, এমপি মহিউদ্দিন বাচ্চুর রাজনৈতিক কার্যালয় ও মেয়র রেজাউল করিম চৌধুরীর বহদ্দারহাটের বাসভবনে হামলা ও ভাঙচুর করা হয়েছে।

পৃথক ঘটনায় এসব হামলা চালানো হয়।মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চশমা হিলের বাড়িতে থাকা একটি গাড়িও ভাংচুর করা হয়। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের উত্তাল আন্দোলনকালে চট্টগ্রামে এই প্রথম মন্ত্রী, মেয়রের বাড়ি ও এমপির কার্যালয়ে হামলা হলো।

নগরীর ওয়াসা মোড়ে জমিয়তুল ফালাহ মসজিদের বিপরীতে মহিউদ্দিন বাচ্চু এমপির রাজনৈতিক কার্যালয়েও প্রায় একই সময়ে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে।

এ সময় কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ভাঙচুর করা হয়।হামলাকালে এ অফিসে কেউ ছিল কিনা জানা যায়নি।

এদিকে, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর বাসভবনেও হামলা চালানো হয়েছে।

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় নগরে বহদ্দারহাট এলাকার বহদ্দারবাড়ির মেয়রের বাসভবনে এ হামলা চালানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল বহদ্দারহাট পৌঁছলে সেখান থেকে একটি অংশ বহদ্দারবাড়ির মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনের দিকে অগ্রসর হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে।এ সময় মেয়র বাসাতেই ছিলেন।তবে তিনি নিরাপদে আছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ ও চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

হামলাকারীরা বাইরে থেকে ইটপাটকেল ছুঁড়ে চলে গেছে বলে জানা যায়। এতে প্রধান ফটকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমএ/ জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর