শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রামে ছাত্র হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

বৃষ্টি উপেক্ষা করে কোটা সংস্কার আন্দোলনে ‘ছাত্র হত্যার’ বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা।

শুক্রবার আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে জুমার নামাজের পর বিক্ষোভে নামেন হাজার হাজার আন্দোলনকারী।

বেলা পৌনে দুইটার দিকে আন্দোলনকারীর সড়কে জড়ো হয়ে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এসময় বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি থাকলেও তাদের কোনো বাধা দিতে দেখা যায়নি।

বৃষ্টি শুরু হওয়ার পর বেলা আড়াইটার দিকে বিক্ষোভকারীদের একটি অংশ লালদিঘী পাড় হয়ে নিউ মার্কেটের দিকে চলে যান। সেখানে কিছুসময় অবস্থান নিয়ে তার স্টেশন রোড হয়ে টাইগার পাস মোড়ে বিক্ষোভ করেন।

পরে মিছিলটি জিইসি হয়ে মুরাদপুর হয়ে বহদ্দারহাট মোড়ে অবস্থান নেয়।

নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) অতনু চক্রবর্ত্তী বলেন, বিক্ষোভকারীরা আন্দরকিল্লা মোড়ে কিছুক্ষণ বসে নিউ মার্কেটের দিকে চলে যায়।

পরে সেখান থেকে তারা টাইগার পাস মোড়ের দিকে চলে যায়। এই সড়কে কোথাও বিশৃঙ্খলা হয়নি।

পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন আন্দোলনকারীরা মিছিল নিয়ে জিইসি-মুরাদপুর হয়ে বহদ্দারহাটের দিকে চলে গেছে।

এমএ/ জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর