শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

মোদি – হাসিনা বৈঠকে তিস্তা চুক্তি নবায়ন

মোদী–হাসিনার বৈঠকে ফারাক্কা চুক্তির মেয়াদের নবায়ন করা হয়েছে। ইতোমধ্যেই ১০টি মউ চুক্তি স্বাক্ষর হয়েছে। ভারত–বাংলাদেশের মধ্যে। ফরাক্কা–গঙ্গা চুক্তি সম্পন্ন করার পথে এগিয়েছে এনডিএ সরকার। আর এখানেই আপত্তি বাংলার। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই নতুন করে ফরাক্কা–গঙ্গা চুক্তি সম্পন্ন করার বিষয়টি নিয়ে অভিযোগ তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, সরকারের পক্ষ থেকে অভিযোগ, শনিবার নয়াদিল্লিতে মোদী–হাসিনার বৈঠকে আবার ফরাক্কা–গঙ্গা চুক্তি নবীকরণ করা হয়েছে। তা নিয়ে বাংলার সরকারকে কিছু জানানোই হয়নি। এই চুক্তি নিয়ে বাংলাকে সম্পূর্ণ অন্ধকারে রাখার অভিযোগ তৃণমূল কংগ্রেসের। আগামী ২০২৬ সালে এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। সেখানে তার আগেই তড়িঘড়ি এই চুক্তি কেমন করে হলো এই প্রশ্ন মমতা সরকারের।

আগে বাংলার মুখ্যমন্ত্রীর আপত্তির জেরে নয়াদিল্লি এবং ঢাকা সহমত হলেও তিস্তা চুক্তি বাস্তবায়িত হয়নি। শেখ হাসিনা ভারতকে ‘বিশ্বস্ত বন্ধু’ বলে উল্লেখ করেছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও খবর