মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

সীতাকুণ্ডে ট্রাক চাপায় পথচারী নিহত

সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকায় ট্রাকের চাপায় মোঃ শাহাজাহান (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া মাজারের সন্নিকটে এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অনু মিয়া দফাদার বাড়ির সুলতান আহমেদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়ক পারাপারের সময় ঢাকামুখী একটি ট্রাক ওই ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় চেষ্টা করলে স্থানীয় জনসাধারণ ধাওয়া করে ট্রাকসহ চালক, হেলপারকে আটক করে।

খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হন।

সর্বশেষ

এই বিভাগের আরও খবর