মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

বোয়ালখালীতে দুই বাইকের সংঘর্ষে ৪ জন আহত

বোয়ালখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ আরোহী আহত হয়েছেন।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কানুনগোপাড়া সড়কের পূর্ব গোমদণ্ডী মুজাহিদ চৌধুরী পাড়ার হযরত আয়েশা সিদ্দিক (রা.) মহিলা মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রুম্পা বলেন, আহতদের মধ্যে বাইক আরোহী মুহাম্মদ আরমান (২৪), মো. নাঈম (২৪) ও আজিজুল ইসলামকে (২১) উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মো. রায়হানকে (২৩) উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের বাড়ি পৌর সদরের পূর্ব গোমদণ্ডী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে আসা দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা আরোহীরা গুরুতর আহত হন।

সর্বশেষ

এই বিভাগের আরও খবর