চট্টগ্রামের মিরসরাইয়ে বাসচাপায় বোয়ালখালীর এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুল মান্নান (৩০)।
তিনি বোয়ালখালী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের মাওলানা নুরুল আলমের বাড়ির মৃত আবদু শুক্কুরের পুত্র।
রবিবার বেলা ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর সদরে এই ঘটনা ঘটে।
নিহতের মামাতো ভাই জানান, আব্দুল মান্নান মিরসরাইয়ের সোনাপাহাড়ে অবস্থিত বিএসআরএম কারখানায় মেকানিক্যাল ডিপার্টমেন্টের টেকনিশিয়ান পদে কর্তব্যরত ছিলেন। রবিবার দুপুর ২টায় খাবার খেয়ে বারইয়ারহাট বাসা থেকে কারখানায় যাওয়ার পথে সড়ক পারাপারের সময় একটি অজ্ঞাত বাসচাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।