মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

উখিয়ায় ইয়াবাসহ কারবারি আটক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১হাজার ৩শ ৫০ পিস ইয়াবাসহ এক মাদককারবারীকে গ্রেফতার করেছে ১৪ এপিবিএন।

গ্রেফতার কারবারি হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের
আনজুমানপাড়ার শামসুল আলমের ছেলে মোঃ পারভেজ (২০)।ধৃত আসামীকে শনিবার সকালে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

শনিবার(২৭ জানুয়ারী)ভোরে এ অভিযান চালানো হয়।

১৪ এপিবিএন এর অধিনায়ক(অতিরিক্ত ডিআইজি)
মোঃ ইকবাল অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে
উখিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন বলেন ধৃত আসামীকে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও খবর