রবিবার, ১৫ জুন ২০২৫

পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের আহ্বান

মিলন ত্রিপুরা, খাগড়াছড়ি

“জাতীয় অস্তিত্ব ও জন্মভূমির অস্তিত্ব রক্ষার্থে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে ছাত্র ও যুব সমাজে বৃহত্তর জুম্ম জাতীয় ঐক্য গড়ে তুলুন” স্লোগানে পিসিপির ৩৬ বছরে ৬ষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল-২০২৫ উপলক্ষে খাগড়াছড়িতে ছাত্র সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ মে ) সকালে (ইউপিডিএফ গণতান্ত্রিক সমর্থিত) বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ( পিসিপি) কেন্দ্রীয় কমিটির আয়োজনে শহরের চেঙ্গি স্কয়ার থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক ঘুরে মারমা উন্নয়ন সংসদ কমিউনিটি সেন্টারে এসে মিলিত হয়।

পরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উদ্বোধক ও প্রধান অতিথি ইউপিডিএফ(গণতান্ত্রিক) কেন্দ্রীয় সাধারন সম্পাদক মিটন চাকমা। জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন করে পতাকা উত্তোলন করে ছাত্র সমাবেশ ও আলোচনা সভায় অংশ নেন। শুরুতে সংগঠনের জন্য আত্মত্যাগীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে আলোচনা সভায় বক্তারা পার্বত্য চট্টগ্রামে প্রতিটি সংগ্রামে ছাত্রদের অগ্রণী ভূমিকায় জুম্ম জাতির আত্ম নিয়ন্ত্রণ অধিকার ও লড়াই সংগ্রামে ঐক্য জরুরি মন্তব্য করে। অন্যথায় নিজের অস্তিত্ব রক্ষাসহ শান্তি শৃঙ্খলা বজায় রাখাতে নিজেদের স্বচেষ্টা রাখাসহ নিজেদের গড়ে তোলার আহ্বানও জানায়।

এসময় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)র কেন্দ্রীয় সভাপতি দীপন চাকমার সভাপতিত্বে সাধারন সম্পাদক কলিন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানের এতে বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা, ইউপিডিএফ গণতান্ত্রিক এর খাগড়াছড়ি জেলা সভাপতি আলোকময় চাকমা।

অন্যদিকে, ৩ যুগপূর্তিতে ছাত্র সমাবেশ করেছে জেএসএস সমর্থিত পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)। এতে বক্তারা, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জুম্মজাতি অধিকার বঞ্চিত দাবী করে আত্মনিয়য়ন্ত্রণাধিকারসহ পার্বত্য চুক্তিই পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ মন্তব্য করে কালক্ষেপন না করে দ্রুত পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের জোর দাবী জানান।

“পার্বত্য চট্টগ্রামে আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলন জোরদারসহ পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়নে সকল প্রকার অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান” স্লোগানে ৩ যুগপূর্তিতে উপলক্ষে খাগড়াছড়িতে জেএসএস (এমএন লারমা সমর্থিত) পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ আয়োজিত ছাত্র সমাবেশের বক্তব্যে বক্তারা এসব কথা বলেন।

চাটগাঁর চোখ/ এস এইচ/ জিইউ

সর্বশেষ

এই বিভাগের আরও খবর