চট্টগ্রাম কারাগারে মিথ্যা অভিযোগে অন্তরীণ অবস্থায় লাল ত্নেং কিম বমের মৃত্যুর সুষ্ঠু বিচার এবং কেএনএফ বিরোধী অভিযানের নামে গ্রেফতারকৃত নিরপরাধ বম নারী, পুরুষ ও শিশুদের নিঃশর্ত মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে) সকালে আদিবাসী ছাত্র সমাজ ব্যানারে খাগড়াছড়ি গেইট থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে চেঙ্গী স্কোয়ারে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেপোলিয়ন চাকমার সভাপতিত্বে এবং সাধারণ শিক্ষার্থী অংগ্য মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন উক্যনু মারমা, সাচিং মারমা এবং আওয়াবাই মারমা।
বক্তারা, বিভিন্ন সময়ে নিরাপরাধ পাহাড়ি জনগণকে ভুল তথ্যের ভিত্তিতে গ্রেফতার ও নারীদের হয়রানি করা হচ্ছে। লাল ত্নেং কিম বমের মতো একজন নিরপরাধ ব্যক্তি কারাগারে মৃত্যুবরণসহ, পাহাড়ে প্রকৃত বিচার না হওয়ার দুঃখ প্রকাশ করেন তারা।
সমাবেশ থেকে অবিলম্বে মিথ্যা মামলায় গ্রেফতারকৃত সকল নিরপরাধ নাগরিকের মুক্তি এবং দোষীদের বিচার দাবি জানানো হয়।
চাটগাঁর চোখ/ এম এ/ জি ইউ