বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

উখিয়া ও ঘুমধুমে পৃথক অভিযানে ৮০ হাজার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

নিত্যনতুন কৌশলে পাচর হচ্ছে ইয়াবা। থামানো যাচ্ছে না কোনভাবেই। উখিয়ায় চালের বস্তার ভেতরে লুকিয়ে পাচারের সময় ৪০ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অন্যদিকে ঘুমধিম পৃথক অভিযানে ৪০ হাজর ইয়াবা জব্দ করেছে বিজিবি।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের লাগোয়া ৯ নম্বর বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের প্রবেশমুখে অভিযান চালিয়ে ইয়াবা জব্দ ও পাচারকারিকে আটক করা হয়।

আটক যুবকের নাম রুহুল আমিন (৩০)। তিনি বালুখালীর মৃত বদিউর রহমানের পুত্র। কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সানোয়ার হোসেন এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, একদল পাচারকারী ইয়াবার একটি চালান রোহিঙ্গা ক্যাম্পে মজুত করতে নিয়ে যাচ্ছে। এরপর সন্ধ্যায় বালুখালী ক্যাম্পের প্রবেশমুখে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি শুরু করা হয়।

এক পর্যায়ে একটি টমটমে থাকা চালের বস্তায় লুকিয়ে রাখা ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক রুহুল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, আমাদের নাইক্ষ্যংছড়ি, (বান্দরবান) প্রতিনিধি মাঈনুদ্দিন খালেদ জানান, নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্তের ঘুমধুমে বিজিবির অভিযানে সোমবার রাতে জব্দ করা হয়েছে ৪০ হাজার ইয়াবা।

কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ ফারুক হোসেন খাঁন জানান,গোপন সূত্রে খবর পেয়ে বিজিবি সীমান্তে ওঁৎপেতে থাকে। পরে নোয়া পাড়া জয়নালের ঘের নামক স্থানে ইয়াবা কারবারীর দল আসছে দেখে অভিযান শুরু করেন তারা। টের পেয়ে মাদক পাচারকারী দল দ্রুুত পালিয়ে গেলেও কাপড়ে মোড়ানো পুটলিটা ফেলে যায়। পরে ঘুমধুম বিওপি জোয়ানরা তা জব্দ করে। যাতে ৪ কাটে ৪০ হাজার ইয়াবা টেবলেট
পাওয়া যায়।

তিনি আরো বলেন, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সদস্যরা সমন্বিত গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে।

গত কয়েক সপ্তাহে মাদকসহ অন্যান্য চোরাচালান ও অপরাধ প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন হয়েছে। তারই ধারা বাহিকতায় এ উদ্ধার অভিযান।

চাটগাঁর চোখ/এআই/এমএ

সর্বশেষ

এই বিভাগের আরও খবর