বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

যৌন বিকৃতি: আরেক নরপশু আটক

উত্তর চট্টগ্রাম প্রতিনিধি

হাটহাজারীতে পিতা কর্তৃক ১০ বছরের কন্যা শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতাকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে বড়দিঘিরপাড় এলাকায় একটি কলোনিতে এ ঘটনা ঘটে। পরে জানতে পেরে শিশুটির মা বাদি হয়ে হাটহাজারী থানায় মামলা দায়ের করেন।

জানা যায়, অভিযুক্ত ট্রাক হেলপার জয়নাল আবেদীন (৪০) বিভিন্ন সময় মাত্র ১০ বছর বয়সী নিজের শিশু সন্তানটির সাথে যৌন আচরণ করতেন।

অবুঝ শিশুটি মাকে বারংবার জানাবার চেষ্টা করলেও লোকনিন্দার শঙ্কায় চারদেয়ালে আবদ্ধ রাখতেন। তবে মেয়ের অভিযোগ শুনে স্বামীর সাথে বারবার বিবাদে জড়াতেন।

সেদিন মায়ের অনুপস্থিতিতে ফের একই ঘটনা ঘটলে ভিকটিমের গার্মেন্টসকর্মী মা প্রথমে ৯৯৯-এ জানালেও পরবর্তীতে পুলিশ লোকেশন জানতে বার বার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়।

পরে ভিকটিমের মা থানায় উপস্থিত হয়ে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আসামীকে আটক করে থানা হেফাজতে নেয়।

স্থানীয় সুত্রে জানা যায়, একই ঘটনায় তিন বছর আগেও নিজ এলাকা মানিকছড়িতেও গ্রাম্য সালিশ বসে জয়নালের বিরুদ্ধে।

ঘটনার সত্যতা নিশ্চিতে হাটহাজারী মডেল থানায় যোগাযোগ করলে সেকেন্ড অফিসার মো. নাজমুল হাসান চট্টগ্রাম নিউজকে বলেন, ভিকটিমের স্বাক্ষ্য অনুযায়ী প্রাথমিকভাবে জানা যায় শিশুটির উপর যৌন নিপীড়ন করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

চাটগাঁর চোখ/এমএ

সর্বশেষ

এই বিভাগের আরও খবর