নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি চিকনপাতা বাগান এলাকা থেকে ১০ হাজার ইয়াবা জব্দ করেছে বিজিবি।
৩৪ বিজিবি অধিনায়কের তত্বাবধানে বুধবার রাতে বাইশফাঁড়ি বিওপির জোয়ানরা গোপনে খবর পান মিয়ানমার থেকে মাদকের চালান আসছে।
বিজিবি জোয়ানরা ওঁৎপেতে থাকে অন্তত ৩ ঘন্টা। পরে চোরাকারবারী এফডিএমএন সদস্যরা কাপড়ে মোড়ানো ইয়াবার পুটলি নিয়ে দ্রুত বর্ডার ক্রস করে বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে চিকনপাতা বাগান নামক স্থানে পৌঁছলে বিজিবি জোয়ানরা তাদের আটকের চেষ্টা করে।
টের পেয়ে এফডিএমএন সদস্যরা দ্রুত জঙ্গলাকীর্ণ পথে পালিয়ে যায়। বিজিবি তাদের ফেলে যাওয়া কাপড়ে মোড়ানো ইয়াবার চালানটি জব্দ করে। যাতে ১০ হাজার ইয়াবা ছিল।
এ বিষয়ে যথা নিয়মে আইনী ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
এ বিষয়ে ৩৪ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল মো: ফারুখ হোসেন খান বলেন বাইশফাঁড়ির চিকনপাতা এলাকা থেকে
১০ হাজার ইয়াবা জব্দ করেছেন তাঁর অধীনস্থ জোয়ানরা। এ পথে ইয়াবা আসবে আগে থেকে খবর ছিল।
তিনি বলেন এভাবে রাত-দিন জোয়ানদের সতর্ক রাখা হয়েছে ইয়াবাসহ সব ধরনের চোরাই পণ্যের পাচার ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে।
চাটগাঁর চোখ/এমএ