বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

এনআইডি কার্যক্রম ইসির অধীনে রাখার দাবি

মিরসরাইয়ে ‘স্ট্যান্ড ফর এনআইডি’

মিরসরাই প্রতিনিধি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিজেদের অধীনে রাখতে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচির অংশ হিসেবে মৌন মিছিল করেছে মিরসরাই উপজেলা নির্বাচন অফিস কর্মকর্তা- কর্মচারীরা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) মিরসরাই উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ের সামনে সকাল ১১টা থেকে এ মৌন মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ২০০৭ সালে বাংলাদেশ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সহায়তায় একটি নির্ভুল ও গ্রহণযোগ্য ভোটার তালিকা প্রণয়ন করা হয়।

বর্তমানে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ১২.৫০ কোটি ভোটারযোগ্য নাগরিকের তথ্য রয়েছে। উক্ত তথ্যের উপজাত হিসেবে নাগরিকের সুবিধার জন্য জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয়েছে।

সাংবিধানিক ম্যান্ডেট অনুসারে ভোটার তালিকা প্রণয়ন নির্বাচন কমিশনের দায়িত্ব। ভোটার তালিকার উপজাত হিসেবে জাতীয় পরিচয়পত্র প্রদান করায় ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র অঙ্গাঙ্গিভাবে জড়িত।

তাই, নির্বাচন কমিশন হতে ভোটার তালিকার অংশ জাতীয় পরিচয়পত্র স্থানান্তর করা হলে ভোটার নিবন্ধনে নেতিবাচক প্রভাব পড়বে এবং ইসির ডাটাবেজ অন্যত্র স্থানান্তর করা হলে জনগণের তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা ক্ষুন্ন হবে।

অধিকাংশ রাজনৈতিক দল ২০২৩ সালের জাতীয় পরিচয় নিবন্ধন আইন বাতিল করে ভোটার তালিকা ডাটাবেস এবং এ সংশ্লিষ্ট এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে পরিচালনার দাবী জানিয়েছেন।

আমরা মনে করি জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনে থাকাই সংবিধান সম্মত, নিরাপদ ও কার্যকর ব্যবস্থা।

মিরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনসহ উপজেলা নির্বাচন অফিস কর্মকর্তা-কর্মচারী ও সেবা প্রত্যাশীরা উপস্থিত ছিলেন।

চাটগাঁর চোখ/এমএ

সর্বশেষ

এই বিভাগের আরও খবর