কক্সবাজারের টেকনাফে অভিযান পরিচালনা করে গভীর পাহাড়ি আস্তানা থেকে ১৮ জন নারী পুরুষ ও শিশু উদ্ধারসহ একজন দালালকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
তাঁর মধ্যে ১১ জন নারী, ৫ জন শিশু ২জন পুরুষ সহ
এসময় একজন দালালকে ও আটক করা হয়।
বুধবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া পাহাড়ি এলাকা থেকে ১৮ ভিকটিম সহ একজন মানবপাচারকারীকে উদ্ধার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. গিয়াস উদ্দিন।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পাহাড়ি একটি ঝুঁপড়ি ঘরে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে ১৮ জন রোহিঙ্গা নাগরিককে জিম্মি করে রাখা হয়েছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টেকনাফ থানা পুলিশের একটি অভিযানিক দল ওই স্থানে অভিযান পরিচালনা করলে ১৮ জন নারী পুরুষ ও শিশুকে উদ্ধার করা সহ একজন দালালকে আটক করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত ভিকটিমদের পরিবারের কাছে হস্তান্তর করা সহ আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চাটগাঁর চোখ/এমএ