রবিবার, ১৫ জুন ২০২৫

টেকনাফে গহিন পাহাড়ে ডাকাতের অর্ধগলিত লাশ

ফারুকুর রাহমান টেকনাফ

কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে রিদওয়ান নামক এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধার হওয়া যুবক হলেন, হ্নীলা ইউনিয়নের উত্তর আলিখালী এলাকার বাসিন্দা কালা চাঁন এর ছেলে রিদওয়ান (৩২)।

রবিবার (৯ মার্চ) আড়াইটার দিকে আলিখালী কাদিরে বড় ঘুনা এলাকায় পশ্চিমের গহিন পাহাড় থেকে স্থানীয় ডাকাত দলের সদস্য রিদওয়ানের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রিদুয়ান একজন ডাকাত ও সন্ত্রাসী প্রকৃতির লোক এবং অপহরণ চক্রের সক্রিয় সদস্য।তার বিরুদ্ধে হত্যা,অপহরণসহ একাধিক মামলা রয়েছে থানায়।

স্থানীয়রা জানায়,এক রাখাল গরু নিয়ে পাহাড়ের পাদদেশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধযুক্ত এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ দেখতে পায়। পরে এলাকার মানুষকে বিষয়টি জানালে লোকজন পুলিশে খবর দেয় এবং স্থানীয়রা পাহাড়ে গিয়ে লাশ শনাক্ত করে। পরে পুলিশ এসে রিদওয়ানের লাশ উদ্ধার করে।

নিহতের বাবা কালা চাঁন জানান, রমজানের শুরুতেই রাতে বাড়ি থেকে বের হলে দুই তিন দিন পার হলেও বাসায় না আসায় অনেক খোঁজাখুঁজি করেছি তাঁর সন্ধান পাওয়া যায়নি। এতটুকু বলতে পারি পূর্বশত্রুতার জের ধরে রিদুয়ানকে হত্যা করা হয়েছে। এঘটনার সঠিক বিচার চাই।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, স্থানীয় সূত্রে জানতে পারি হ্নীলা ইউনিয়নের আলিখালী কাদিরে বড় ঘুনা এলাকায় পশ্চিমের গহিন পাহাড়ে একটি লাশ পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে অর্ধগলিত অবস্থায় একজন যুবকের লাশ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

তিনি আরও বলেন, সুরতহাল রিপোর্ট শেষে লাশটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। উক্ত বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চাটগাঁর চোখ/এআই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর