রবিবার, ১৫ জুন ২০২৫

শাশুড়িকে পিটিয়ে হত্যা করেছে জামাই

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় শাশুড়িকে খুন করেছে তার মেয়ের জামাই।

রোববার (৯ মার্চ) সকালে উপজেলার ৯ নম্বর পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

খুনের শিকার ওই নারীর নাম রশিদা বেগম (৪৫)। তিনি ওই এলাকার বাসিন্দা। অন্যদিকে ঘাতক মেয়ে জামাইয়ের নাম হেলাল উদ্দিন মানিক (২৬)। তার বাড়িও একই গ্রামে। ঘটনার পর থেকেই জমাই পলাতক।

পুলিশ জানায়, দুই বছর আগে রশিদার মেয়ের সঙ্গে মানিকের প্রেমের সম্পর্ক করে বিয়ে হয়। রশিদা সম্পর্কে মানিকের ফুফু।

বিয়ের পর থেকেই মানিক ও তার স্ত্রীর মধ্যে নানা বিষয়ে পারিবারিক কলহ চলে আসছিল। মানিকরা তিন ভাই ও তিন বোন। তার পরিবারের সঙ্গেও ভালো সম্পর্ক ছিল না। তাই সে শ্বশুর বাড়িতে থাকতো প্রায়।

রোববার সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় মানিকের। ঝগড়া শেষে তার স্ত্রী কর্মস্থলে চলে যান। এরপর শাশুড়ির সঙ্গে মানিকের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে গাছের বাটাম দিয়ে শাশুড়িকে পিটিয়ে খুন করে মানিক।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, ‘ঘটনার পর থেকেই মানিক পলাতক। টাকা-পয়সার লেনদেন সংক্রান্ত কিছু ঝামেলা ছিল বলে শুনেছি।

লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মানিককে ধরার চেস্টা চলছে।

চাটগাঁর চোখ/এমএ/এআই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর