বুধবার, ১৮ জুন ২০২৫

অগ্নিকান্ডের ধোঁয়ায় দম বন্ধ হয়ে শিশুর মৃত্যু

উত্তর চট্টগ্রাম প্রতিনিধি

রাউজানের অগ্নিকাণ্ডের ধোঁয়ায় দম বন্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৮ মার্চ) দিবাগত রাত দেড়টায় ডাবুয়া ইউনিয়নের পশ্চিম ডাবুয়া গ্রামের গণি হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

ওই শিশুর নাম মোহাম্মদ ফয়সাল। সে রাউজান সদরের বিআরসি আইডিয়াল কিন্ডার গার্টেনের ছাত্র।

স্থানীয়রা জানান, রান্নাঘরের চুলা থেকে ওই ওই বাড়ির মো. মুসা, মো. ইউসুফ ও মো. ইদ্রিস মিয়ার বসতঘরে আগুন লাগে।

এ সময় পাশের পাকা দ্বিতল ভবনে আগুনের তাপ ও ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে ঘুমন্ত মোহাম্মদ ফয়সাল অসুস্থ হয়ে পড়ে।

এ অবস্হায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফয়সলকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত পৌনে ২টার দিকে কাজ শুরু করে। যদিও এর আগে ৩টি ঘর পুড়ে যায়। দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

চাটগাঁর চোখ/এমএ

সর্বশেষ

এই বিভাগের আরও খবর