মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

লোহাগাড়ায় বাসের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি

উত্তর চট্টগ্রামের লোহাগাড়ায় দ্রুতগামী যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত মোটরসাইকেল আরোহী মোহাম্মদ শাকিব (১৯) লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটস্থ আবদুল মান্নান সওদাগরের ২য় পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে শাকিব গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রন্জন চাকমা বিষয়টি নিশ্চত করেছেন।
এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর