খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানসহ আওয়ামী লীগ সমর্থিত দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হল রুমে মতবিনিময় সভা শেষে ফেরার পথে চেয়ারম্যান এবং দীঘিনালা বাজার থেকে অন্যজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ঘনশ্যাম ত্রিপুরা (৪৮) এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. এরশাদ (৩৭)। ওসি বলেন, গ্রেপ্তার ঘনশ্যাম ত্রিপুরা ও এরশাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
এইউ/জই
খাগড়াছড়িতে প্যানেল চেয়ারম্যানসহ আ.লীগের ২ জন গ্রেপ্তার
উত্তর চট্টগ্রাম প্রতিনিধি