ইদানিং টিকটক এক সামাজিক যণ্ত্রনায় পরিণত হয়েছে। মারামারি,খুনোখুনি নিয়মিত ব্যাপার।লোহাগাড়ায়ও টিকটক বানানো নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধে ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, টিকটক ভিডিও বানানোকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পুটিবিলা ইউনিয়নের তাঁতীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুবিনুল হক মুমিন (১৭) পুটিবিলা ইউনিয়নের নালারকূল গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। একই ঘটনায় ছুরিকাঘাতে মুকিত (১৬) নামে আরও এক কিশোর গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায় ‘টিকটক ভিডিও বানানো নিয়ে প্রথমে কিশোর-তরুণদের কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি হয়। স্থানীয় গণমান্য লোকজনের মধ্যস্থতায় আপস মিমাংসাও হয়। কিন্তু রাতে আবার মুমিন ও তার বন্ধু মুকিতকে পেয়ে মারধর করা হয়। মারামারির মধ্যে ছুরিকাঘাতে তারা আহত হন।’
‘আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মুমিনকে মৃত ঘোষণা করেন। মুকিতকে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’
এ ঘটনায় মুমিনের মা খোরশিদা বেগম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে লোহাগাড়া থানায় মামলা করেছেন। ছয় আসামি হল- হেলাল উদ্দিন (২২), শাকিব (১৮), শাকিল (২৫), নাঈমুদ্দিন (১৯), শওকত (২৫) এবং হারুন (২১)।
চাটগাঁর চোখ/এমএ