মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডঃ৫০টি ঝুপড়ি ঘর পুড়ে ছাই

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।এতে রোহিঙ্গাদের ৫০টি ঝুপড়ি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।বর্তমানে তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

শনিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ২ টা ২০ মিনিটের দিকে উখিয়ার বালুখালী ১১ নং রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকের একটি বসত ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।

রোহিঙ্গারা জানিয়েছেন আগুন নেভাতে ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট। প্রায় ৩০ মিনিটের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ব্যাপারে উখিয়ার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার
শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন।
তিনি আরো বলেন ” খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই, খুব দ্রুতই আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি।প্রাথমিকভাবে ধারণা করছি ৫০টির মত ঘর পুড়ে গেছে। ” অগ্নিকান্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক আমির জাফর সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন
অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও খবর