“আমি বিপদে আপদে মানুষের পাশে দাড়িয়েছি। এটা কি আমার অপরাধ?”২৯ ডিসেম্বর (শুক্রবার) সন্দ্বীপ উপজেলার হরিশপুর ইউনিয়নের তুলাতলী মার্কেটে গণসংযোগে এইসব বলেন, নৌকা প্রার্থী মাহফুজুর রহমান মিতা।
তিনি আরো বলেন,”করোনার সময় যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন আনলো তখন আমরা বিনামূল্যে পুরো সন্দ্বীপে ভ্যাকসিন দিয়েছি। মানুষ অক্সিজেনের অভাবে মারা যাচ্ছিলো। তখন অক্সিজেন ব্যাংক খুলেছি। এটা কি আমার অপরাধ? যখনি সন্দ্বীপবাসি দুর্সময়ে ছিলো আমি পশে থেকে সহযোগিতা করেছি। এটা কি আমার অপরাধ? আজ পরাজিত শক্তি মঞ্চে দাঁড়িয়ে আমাকে গালিগালাজ করে। তারা এই শান্তির সন্দ্বীপকে অশান্তির সন্দ্বীপ বানাতে চাই। তারা সন্ত্রাসের রাজ্য বানাতে চাই।”
গণসংযোগ সময়ে বিগত বছরগুলোতে সরকারের উন্নয়ন চিত্র জনগণের সামনে উপস্থাপনের এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন মাহফুজুর রহমান মিতা। উক্ত অনুষ্ঠানে এই সময় উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম, হরিশপুর ইউনিয়ন চেয়ারম্যান কাশেম মোল্লা, কালাপানিয়া ইউপি চেয়ারম্যান আলীমুর রাজি টিটু সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ এবং শ্রমিক লীগ এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী এই মাহফুজুর রহমান মিতা। দীর্ঘ ১০বছর ক্ষমতায় আছেন তিনি। আওয়ামী লীগ সরকারের নিয়মিত উন্নয়নের হাল ধরে সন্দ্বীপ ব্যাপি উন্নয়ন করেছেন এই মিতা। সন্দ্বীপবাসির হাজার বছরের স্বপ্ন সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ স্থাপন এর মতো মেঘা প্রজেক্ট বাস্তবায়ন হয়েছে মিতার আমলে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সন্দ্বীপবাসি পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে তৃতীয় বারের মতো সংসদ সদস্য বানাবেন, এমনটাই আশাবাদী প্রার্থী মাহফুজুর রহমান মিতা।