শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

মিয়ানমারে পাচারকালে বিপুল খাদ্যপণ্য জব্দ

মাঈনুদ্দিন খালেদ, নাইক্ষ‍‍্যংছড়ি

নাইক্ষ‍্যংছড়ি সদর ইউনিয়নের ভালুখাইয়ার শিলের ঝিরি নামক এলাকায় মিয়ানমারের পাচারের জন‍্য মজুদ করা বিপুল পরিমাণ খাদ্যপণ্য জব্দ করেছে বিজিবি। এ সবের মধ্যে রয়েছে আলু, পিওর পাম তৈল, বিস্কুট ও ডিজেল।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবি’র অধীনস্থ লেবুছড়ি বিওপির টহল কমান্ডার এর নেতৃত্বে টহল দল এসব জব্দ করেন।
তারা বিওপি থেকে পূর্ব দিকে এবং সীমান্ত পিলার ৫০/২ এর শূন্য লাইন থেকে নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকার অভ্যন্তরে কাটা পাহাড় নামক স্থান থেকে মিয়ানমারে পাচারের জন্য মজুদ করা মালিকবিহীন এসব মালামাল জব্দ করেন।

উল্লেখ্য, নাইক্ষ‍‍্যংছড়ির বিভিন্ন সীমান্ত এলাকার কয়েকটি পয়েন্ট দিয়ে স্থানীয় চোরাকারবারিরা সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিজিবি সদস্যদের দৃষ্টি ফাঁকি দিয়ে সময় সুযোগ বুঝে বাংলাদেশের অজস্র পণ্য মিয়ানমারের পাচার করে আসছেন। তবে সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ও অবৈধ চোরাচালান প্রতিরোধে কাজ করছে বলে দাবি বিজিবির।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর