শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

রশি দিয়ে হাত পা বাঁধা, গামছা দিয়ে মুখ বাঁধা ছিল লাশটির

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পটিয়া কচুয়াই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সড়কের পাশে একটি বিল থেকে এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তি আনুমানিক ৩৮ বছর বয়সী। তবে তার পরিচয় জানতে পারেনি পুলিশ।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্লাস্টিকের রশি দিয়ে হাত-পা ও গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় লাশটি পাওয়া যায়।নিহতের পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন টিম ঘটনাস্থলে কাজ করছে বলে জানান ওসি।

এর আগে বুধবার হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ ছড়ার কুল এলাকায় এক নারীর পোড়া লাশ উদ্ধার করে পুলিশ। তাকে সেখানেই পুড়িয়ে মারা হয়েছে বলে পুলিশের ধারণা।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর