বান্দরবানের আলীকদমে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মোটরসাইকেলের চালকসহ দুই আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে চৈখ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মো. বেলাল (৩০), মো. মিনহাজ (১৮) ও মো. ছৈয়দ আমিন (৪৫)।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সকালে লামা হতে আলীকদমের উদ্দেশে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল দুইজন যাত্রী নিয়ে যাওয়ার পথে লামা-আলীকদম সড়কের চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আস একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে ড্রাইভারসহ দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে আলীকদম থানার ডিউটি অফিসার এএসআই রনেশ বডুয়া বলেন, তারাবুনিয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।
এনইউ/জই